Monday, January 5, 2015

পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে রণক্ষেত্র কুড়িল

গণতন্ত্র হত্যা দিবসে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে পুরো কুড়িল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার বেলা ১১টার দিকে কয়েকশ’ শিবির নেতাকর্মী রাস্তায় নেমে স্লোগান দেয়া শুরু করে এবং রাস্তা অবরোধ করে রাখে। এ সময় দুপাশ থেকে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুঁড়তে থাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিবিরকর্মীরা।
প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। পুলিশের সাথে দেশীয় অস্ত্র হাতে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদেরও দেখা যায়। সংঘর্ষে অন্তত ২৫ শিবিরকর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়। পুলিশ সেখান থেকে অন্তত সাত পথচারীকে গ্রেপ্তার করে। -আমারদেশ

No comments:

Post a Comment