Thursday, January 1, 2015

চেয়ারম্যানের নির্দেশে নির্বাচনে গিয়েছিলাম



বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, তার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে গত ৫ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহন করেছিলেন তিনি। বিকালে দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অশংগ্রহন করলে ভাল হত।

হয়ত তারাও ক্ষমতায় যেত। দলে বিভক্তি চাই না উল্লেখ করে তিনি বলেন, একক শক্তি নিয়ে সামনে এগুতে চাই। যারা দল থেকে চলে গেছেন তাদের ফিরে আসার আহ্বান জানান রওশন এরশাদ। ২৪ বছর ধরে জাতীয় পার্টি কেন ক্ষমতার বাইরে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, দলের ভেতরে ভুল কোথায়? ভুল খুঁজে বের করতে হবে। -আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment