Monday, January 5, 2015

* চতুর্থ দিনেও অবরুদ্ধ খালেদা জিয়া *


চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবারও গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ রয়েছেন।

বেলা পৌনে ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কার্যালয়ের মূল গেটের বাইরে পুলিশের দেয়া তালা ঝুলছিল।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে এখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু কার্যালয়ের এলাকাতেই ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে, যা রাতের তুলনায় বেশি।

সরেজমিন দেখা গেছে, কার্যালয়ের চারপাশে সোমবার রাতের তুলনায় পুলিশের গাড়ির সংখ্যাও বেড়েছে। জলকামানের গাড়িটি রাতে কার্যালয় থেকে দূরে সরানো হলেও আবার ঠিক মূল ফটকের পাশেই আনা হয়েছে। কার্যালয়ের পাশ দিয়ে গুলশান লেকের যে রাস্তাটি রয়েছে, সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মধ্যরাত থেকেই কার্যালয়ের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

কার্যালয়ের ভেতরে খালেদা জিয়ার সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এছাড়া অফিসের কর্মকর্তা ও স্টাফরা সেখানে আছেন।

এদিকে পিপার �েপ্রতে অসুস্থ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য চিকিৎসক আসার কথা রয়েছে।-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment