Monday, January 5, 2015

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ, আগুন, গুলি





রাজধানীর নয়াপল্টন-ফকিরাপুল এলাকায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নয়াপল্টন-ফকিরাপুল এলাকায় হঠাৎ পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তারা সেখানে থাকা পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তারা 'শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে' ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় সেখানকার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ওই এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান, হঠাৎ কে বা কারা পর পর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment