শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ বলছে, পিকেটিংকালে পুলিশের ফাঁকা গুলিতে গিয়াস আহত হয়েছেন।
জানা গেছে, গিয়াস উদ্দিন শ্যামপুর ইউনিয়নের যুগ্ম-সম্পাদক। তিনি মেডিকেলে সাংবাদিকদের জানান, তাকে বাসা থেকে সোর্সের মাধ্যমে ডেকে নিয়ে আসে পুলিশ। এরপর বাসার সামনে তার দুই পায়ের উরুতে শর্টগান দিয়ে গুলি করে।
গিয়াসের ফুফাতো ভাই রাসেল জানান, শুক্রবার গিয়াসের ছেলের সুন্নাতে খাতনার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যার দিকে তিনটি সিএনজি যোগে কয়েকজন পুলিশ তাদের সোর্স নিয়ে শ্যামপুর হাইস্কুল রোডের বাসায় যান। এরপর তাকে ডেকে সিএনজিতে তুলে নিয়ে কিছুদুর যাওয়ার পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পুলিশ। তিনি দাবি করেন, তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলাতো দুরের কথা একটা জিডিও নেই।
তিনি বলেন, "পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে। রাতে ওই এলাকায় ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন ও সাংগঠনিক সম্পাদক পাপনকেও গ্রেপ্তার করেছে।"
তবে কদমতলী থানার এসআই ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শ্যামপুর বাজারে অবরোধকারীরা পিকেটিং ও মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে এতে আহত হন গিয়াস।
তিনি দাবি করেন, ইট-পাটকের নিক্ষেপে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।-পরিবর্তন
No comments:
Post a Comment