Sunday, January 4, 2015

কক্সবাজারে পুলিশের গাড়িতে বিএনপির আগুন

কক্সবাজার শহরের বার্মিজ স্কুল এলাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় একটি পুলিশভ্যান ভাঙচুর করে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বার্মিজ স্কুল এলাকায় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় অন্যদিক থেকে বিএনপির আরও একদল নেতাকর্মী এসে পুলিশকে ঘিরে ফেলে এবং পুলিশভ্যানে ভাঙচুর ও আগুন দেয়। পুলিশ তাদেরও লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তায় জনসাধারণের চলাচলের ব্যাঘাত ঘটায় পুলিশ সেখানে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে বিএনপিও ছাত্রদলের নেতাকর্মী এসে তাদের ভ্যানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।-আমারদেশ

No comments:

Post a Comment