Saturday, January 17, 2015

আলোচনায় বসার আহ্বান এরশাদের


আলোচনায় বসার আহ্বান এরশাদের
চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।
দুই নেত্রীর সমালোচনা করে এরশাদ বলেন, “বেগম খালেদা জিয়া লাশের রাজনীতি করছেন। আর শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।”
বিএনপিকে উদ্দেশ করে এইচ এম এরশাদ বলেন, “মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যাওয়া যায় মানুষের ভালোবাসা নিয়ে। ক্ষমতায় যাওয়ার জন্য কত লাশের প্রয়োজন আপনাদের? ভাগ্য পরিবর্তনের নাম করে পুড়িয়ে মারছেন, একি রাজনীতি?”
তিনি বলেন, “দেশে যে অবস্থা চলছে, তা থেকে মুক্তি পেতে হলে দুই দলকেই আলোচনায় বসতে হবে।”
রাজনৈতিক সহিংসতায় ২৫ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরো ২৮ জন মৃত্যুর সঙ্গে লড়ছেন উল্লেখ করে এরশাদ বলেন, “ধ্বংস, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির আশঙ্কা করেছিলাম। সংকট নিরসনে সবাইকে আলোচনায় বসতে বলেছিলাম। এখন রাজনৈতিক হানাহানি বাড়ছে। শেষ পর্যন্ত সব দলকে হয়তো আলোচনায় বসতে হবে।”
শান্তি সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘২৪ বছর আগে শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আপনারা ঘরে বসে থাকলে হবে না, এর প্রতিবাদ করতে হবে।’
বেলা সাড়ে তিনটার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরশাদ সমাবেশ মঞ্চে আসেন ৩টা ৫০ মিনিটে। সমাবেশে প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন।-পরিবর্তন

No comments:

Post a Comment