মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে নিজ বাড়ি কাশিপুরে ফিরার পথে ঘটনাটি ঘটে। শাহিনুর রহমান মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে শাহিনুর একটি মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে নিজ বাড়ি কাশিপুরে ফিরছিলেন। কাশিপুর মাদরাসার কাছে পৌঁছলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে।
এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে শাহিনুরকে গুরুতর আহত করে চারটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি মোল্লা খবিরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।-পরিবর্তন
No comments:
Post a Comment