Saturday, January 17, 2015

গোয়েন্দাদের আরো সতর্ক হতে হবে: প্রধানমন্ত্রী


গোয়েন্দাদের আরো সতর্ক হতে হবে: প্রধানমন্ত্রী
দেশের মাটিতে সন্ত্রাসী তৎপরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ হবে দক্ষিন এশিয়ার সব চেয়ে শান্তিপূর্ণ দেশ। এখানে কোন সন্ত্রাসী ও দেশ বিরোধী কর্মকান্ড বরদাস্ত করা হবে না। আর তাই গোয়েন্দাদের আরো সতর্ক হতে।”
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) নতুন বহুতল ভবন উদ্বোধনের পর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সমাজবিরোধী যেকোনো কর্মকান্ড ঠেকানো হবে। যারা এসব করছে তাদের খুঁজে বের করতে হবে। এসব কর্মকান্ড যারাই করবে তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আর তাহলেই দেশ এগিয়ে যাবে।”
সীমান্তে চোরাচালান বন্ধের ব্যাপারে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বর্ডার হাট চালু করেছি। অবাধ বাণিজ্যের সুযোগ করে দিচ্ছি। যাতে এসব চোরাচালান না হয়। এভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এগিয়ে নিতে চাই।”
গত ১২ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, ভাঙচুর, বোমাবাজি ও রেল লাইন উৎপাটনের ঘটনা ঘটেছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী জোট নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়।-পরিবর্তন

No comments:

Post a Comment