হাবিবুল্লাহ জুনায়েদবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যেখানে বাধা দেয়া হবে সেখানেই তিনি সমাবেশ করবেন।
সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
সোহেল অভিযোগ করেন, "খালেদা জিয়াকে ভয় দেখানোর জন্য তার কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তিনি এসব উপেক্ষা করে বের হওয়ার চেষ্টা করবেন।"
নিরাপত্তার নামে অবরোধ বেষ্টনী তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়ার প্রেস সচিব।
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া খুব ভোরে ঘুম থেকে জেগেছেন এবং বের হওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছেন।
বের হয়ে তিনি কোথায় বা কোন স্থানের সমাবেশে যোগ দিবেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা অন্য কোনো স্থানের সমাবেশে যোগ দিতে পারেন।
এদিকে গুলশানের অপর একটি সুত্র পরিবর্তন'কে জানায়, বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা যদি ঢাকা শহরে বড় ধরনের মুভমেন্ট দেখাতে পারেন তাহলে গুলশান কার্যালয়ের অবরোধ ভেঙে বের হওয়ার চেষ্টা করবেন খালেদা জিয়া। আর যদি নেতা-কর্মীরা এখনো নিষ্ক্রিয় থাকেন তাহলে গুলশান কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়েই দেশবাসীর উদ্দেশে কথা বলবেন তিনি।
সুত্র আরো জানায়, রোববার গভীর রাত পর্যন্ত সারাদেশের আন্দোলনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিজেই রেখেছেন খালেদা জিয়া। জেলা ও বিভাগীয় পর্যায়ে দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সাথে টেলিফোনে কথা বলেছেন তিনি।-পরিবর্তন
No comments:
Post a Comment