Sunday, January 4, 2015

নিষেধাজ্ঞা ভেঙে ছাত্রলীগের মিছিল, নীরব পুলিশ

নিষেধাজ্ঞা ভেঙে ছাত্রলীগের মিছিল, নীরব পুলিশ
রাজধানীতে ঢাক‍া মেট্রো পলিট্রন পুলিশ (ডিএমপি) সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভেঙে সকালে মিছিল বের করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের নীরব থাকতে দেখা গেছে।
সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিটে সাইন্সল্যাব মোড় হয়ে নিউমার্কেটের দিকে ছাত্রলীগের একটি মিছিল যেতে দেখা যায়। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা মিছিলটি দেখলেও কোনো বাধা দেয়নি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত খান সাংবাদিকদের কাছে মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন।
আরেক প্রশ্নের জবাবে ওসি বলেন, “আসলে আমি এখনো জানি না এ বিষয়ে। খোঁজ নিয়ে দেখছি।”
এদিকে সোমবার সকাল ৯ টার দিকে মিছিল বের করেছে বাংলা কলেজ ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা। মিছিলটি কলেজের দিক থেকে মিরপুরে টেকনিক্যাল মোড়ের দিকে যাচ্ছিল। মিছিলকারীদের সংখ্যা ছিল প্রায় অর্ধশত। তারা বিএনপি-জামায়াতবিরোধী স্লোগান দিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা মিছিলকারীদের কোনো বাধা দেয়নি।
রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে সব ধরনের মানববন্ধন, সভা, সমাবেশ এমনকি এক সঙ্গে কোনো স্থানে অধিকসংখ্যক জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে সাবেক প্রধান বিরোধী দল বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটাকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
দিনটাকে কেন্দ্র করে বিএনপির রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ করে দিনটি উদযাপন করবে বলেও ঘোষণা দেয়। এই পরিপ্রেক্ষিতে ঢাকা পুলিশ সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেন-পরিবর্তন

No comments:

Post a Comment