মঙ্গলবার বিকেলে মির্জা ফখরুল ইসলামকে প্রেস ক্লাব থেকে বের করে দিতে আওয়ামীপন্থি সাংবাদিকদের আলটিমেটামের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শওকত মাহমুদ বলেছেন, "জাতীয় প্রেস ক্লাবে কোনো রাজনৈতিক দলের নেতার অবস্থানে দোষের কিছু নেই। স্বৈরাচার এরশাদের সময় এবং ১/১১’র সময়ে রাজনৈতিক দলে নেতারা অবস্থান করেছিলেন। তাই অতীতের মতো আগামীতের এখানে তারা আসবেন।"
রোববার প্রেসক্লাব চত্বরে সংঘর্ষের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীদের দায়ী করে শওকত মাহমুদ বলেন, "প্রেস ক্লাব চত্বরে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিকদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করেছে।"
মির্জা ফখরুল রোববার অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবে চা খাওয়ার জন্য আসার পর বাইরে পুলিশ অবস্থান নেয়ায় তিনি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় বের হতে দেয়া হয়নি বলে দাবি করেন শওকত মাহমুদ। ফখরুল নিজে কয়েকবার বের হতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও বিএফইউজের একাংশের নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের সাথে আলোচনা করে মির্জা ফখরুল প্রেস ক্লাবে অবস্থান করেছিলেন বলেও দাবি করেন শওকত মাহমুদ।
মির্জা ফখরুলকে পুলিশের হাতে তুলে দিতে সাংবাদিকদের প্রতি আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "প্রেস ক্লাবকে ঘিরে সরকাররের যে চক্রান্ত তারই অংশ হিসেবে এসব কথা বলা হচ্ছে।"
এসময় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল আজীজ, কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।-পরিবর্তন
No comments:
Post a Comment