এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'প্রজ্ঞা পারমিতা'। এতে অভিনয় করেছেন ফারজানা ছবি। অভিনয় ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে_ফারজানা ছবিযা নিয়ে ব্যতিব্যস্ত...
বর্তমানে আমার সব ব্যস্ততাই আমার সন্তানকে ঘিরে। ওর বয়স দুই মাস ছয় দিন। নির্দিষ্ট সময়ের কিছু দিন আগেই আমার ছেলে সরকার তাসিন অভিরূপের জন্ম হয়েছে। তাই সর্বক্ষণ ওকে আমার দেখভাল করতে হচ্ছে।
মাতৃত্বের স্বাদ...
মাতৃত্বের মাধ্যমে একজন নারীর জীবনে পূর্ণতা আসে। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়। আমি মনে করি, সন্তান জন্মদানের মাধ্যমে একজন নারী প্রকৃতিকে কিছু দিতে পারে। সত্যি বলতে কি, মা হওয়ার অনুভূতি মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব নয়।
অবসরে দিনগুলো...
আমি ছেলেবেলা স্টেজ শো, নাচ ও গান নিয়ে ব্যস্ত থেকেছি। এরপর অভিনয়ে নিজেকে সম্পৃক্ত করেছি। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে গেছি। তাই কখনই খুব একটা অবসর পাইনি। মজার বিষয় হচ্ছে, আমার ছেলে জন্ম হওয়ার এক দিন আগেও আমি শুটিং করেছি। কিন্তু এখন মাতৃত্বকালীন ছুটিটা ভীষণ উপভোগ করছি। শুধু তাই নয়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তাও এই স্বল্পবিরতিতে ঘোচানোর চেষ্টা করছি।
অভিনয়ে কামব্যাক...
আমি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরতে যাচ্ছি। আশা করি, মাস চারেকের মধ্যে দর্শক আমাকে ক্যামেরাবন্দি হতে দেখবেন। বর্তমানে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথাবার্তা চলছে। তবে এ বিষয়ে এখনই এর বেশি কিছু বলতে চাইছি না।
ফিগার ফিটনেস...
সন্তান জন্মদানের পর মায়েরা স্বাভাবিকভাবেই কিছুটা মুটিয়ে যায়। তবে আমি খুব একটা মুটিয়ে যাইনি। কিন্তু অচিরেই চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটুকু মেদ জমেছে, তা ঝরিয়ে ফেলব। এক কথায় বলতে গেলে, একেবারে ফিট হয়েই ক্যামেরার সামনে দাঁড়াব।
বরের সহায়তা...
আমি ও আমার বর (তন্ময় সরকার) পরস্পরের পরিপূরক। ও আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করে। কখনই আমাকে আঘাত করে কথা বলে না। এমনকি আমার শিল্পীসত্তাকে ও খুব শ্রদ্ধা করে।
প্রচারচলতি ধারাবাহিক...
বর্তমানে আমার ডজনখানেকেরও বেশি ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে 'প্রজ্ঞা পারমিতা', 'শুভযাত্রা', 'মা', 'নীড় খোঁজে গাঙচিল', 'মন পুতুলের বায়োস্কোপ', 'শোধ' ইত্যাদি।
লেখালেখি...
আমার লেখালেখি করতে ভালো লাগে। তাই টুকটাক লেখালেখি চালিয়ে যাচ্ছি।
বর্তমানে আমার সব ব্যস্ততাই আমার সন্তানকে ঘিরে। ওর বয়স দুই মাস ছয় দিন। নির্দিষ্ট সময়ের কিছু দিন আগেই আমার ছেলে সরকার তাসিন অভিরূপের জন্ম হয়েছে। তাই সর্বক্ষণ ওকে আমার দেখভাল করতে হচ্ছে।
মাতৃত্বের স্বাদ...
মাতৃত্বের মাধ্যমে একজন নারীর জীবনে পূর্ণতা আসে। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়। আমি মনে করি, সন্তান জন্মদানের মাধ্যমে একজন নারী প্রকৃতিকে কিছু দিতে পারে। সত্যি বলতে কি, মা হওয়ার অনুভূতি মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব নয়।
অবসরে দিনগুলো...
আমি ছেলেবেলা স্টেজ শো, নাচ ও গান নিয়ে ব্যস্ত থেকেছি। এরপর অভিনয়ে নিজেকে সম্পৃক্ত করেছি। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে গেছি। তাই কখনই খুব একটা অবসর পাইনি। মজার বিষয় হচ্ছে, আমার ছেলে জন্ম হওয়ার এক দিন আগেও আমি শুটিং করেছি। কিন্তু এখন মাতৃত্বকালীন ছুটিটা ভীষণ উপভোগ করছি। শুধু তাই নয়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তাও এই স্বল্পবিরতিতে ঘোচানোর চেষ্টা করছি।
অভিনয়ে কামব্যাক...
আমি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরতে যাচ্ছি। আশা করি, মাস চারেকের মধ্যে দর্শক আমাকে ক্যামেরাবন্দি হতে দেখবেন। বর্তমানে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথাবার্তা চলছে। তবে এ বিষয়ে এখনই এর বেশি কিছু বলতে চাইছি না।
ফিগার ফিটনেস...
সন্তান জন্মদানের পর মায়েরা স্বাভাবিকভাবেই কিছুটা মুটিয়ে যায়। তবে আমি খুব একটা মুটিয়ে যাইনি। কিন্তু অচিরেই চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটুকু মেদ জমেছে, তা ঝরিয়ে ফেলব। এক কথায় বলতে গেলে, একেবারে ফিট হয়েই ক্যামেরার সামনে দাঁড়াব।
বরের সহায়তা...
আমি ও আমার বর (তন্ময় সরকার) পরস্পরের পরিপূরক। ও আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করে। কখনই আমাকে আঘাত করে কথা বলে না। এমনকি আমার শিল্পীসত্তাকে ও খুব শ্রদ্ধা করে।
প্রচারচলতি ধারাবাহিক...
বর্তমানে আমার ডজনখানেকেরও বেশি ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে 'প্রজ্ঞা পারমিতা', 'শুভযাত্রা', 'মা', 'নীড় খোঁজে গাঙচিল', 'মন পুতুলের বায়োস্কোপ', 'শোধ' ইত্যাদি।
লেখালেখি...
আমার লেখালেখি করতে ভালো লাগে। তাই টুকটাক লেখালেখি চালিয়ে যাচ্ছি।
যায়যায় দিন
No comments:
Post a Comment