Friday, November 28, 2014

পাঁচ নায়িকার বিপরীতে বাপ্পী চৌধুরী



ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের চকোলেট হিরোখ্যাত বাপ্পী চৌধুরী পাঁচ নায়িকার বিপরীতে অভিনয় করছেন। তবে পাঁচ নায়িকার বিপরীতে তিনি ভিন্ন ভিন্ন ছয়টি চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রগুলো হচ্ছে_ জাকির হোসেন রাজুর 'অনেক দামে কেনা', ফারুক ওমরের 'লাভার নাম্বার ওয়ান', ওয়াজেদ আলী সুমনের 'সুইটহার্ট' ও 'আজব প্রেম', ইফতেখার চৌধুরীর 'ওয়ান ওয়ে' এবং ইস্পাহানী আরিফ জাহানের 'গু-া দ্যা টেরোরিস্ট'। প্রতিটি চলচ্চিত্রেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন। 'অনেক দামে কেনা'তে বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহী, 'লাভার নাম্বার ওয়ান'-এ পরীমণি, 'সুইটহার্ট'-এ মিম, 'ওয়ান ওয়ে'তে ববি এবং 'গু-া দ্যা টেরোরিস্ট' ও 'আজব প্রেম'-এ তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন অাঁচল। এই মুহূর্তে বাপ্পী কাজ করছেন জাকির হোসেন রাজুর 'অনেক দামে কেনা' চলচ্চিত্রে। পাঁচ নায়িকার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, এটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের বিষয় যে এই সময়ে যারা নায়িকা হিসেবে ভালো অবস্থানে আছেন তাদের প্রত্যেকের সঙ্গেই কাজ করছি। আমার নায়িকা কিংবা আমার সহকর্মী কিংবা আমার প্রতিটি চলচ্চিত্রের প্রযোজক পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমি আজকের বাপ্পী চৌধুরী। বাপ্পী চৌধুরীর প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত 'ভালোবাসার রঙ'। এই চলচ্চিত্রে তার নায়িকা ছিলেন মাহিয়া মাহী। এরপর একে একে তার অভিনীত আরো ১৩টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সর্বশেষ গত ৭ নভেম্বর মুক্তি পায় বাপ্পী চৌধুরী অভিনীত 'অনেক সাধের ময়না' চলচ্চিত্রটি।-ডেসটিনি

No comments:

Post a Comment