শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে বর্তমানে পাকিস্তান আমলের চেয়েও ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে। এবারের বিএনপির আন্দোলন নিছক ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। এ আন্দোলনে সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষকে অংশ নেয়ার আহবান জানান তিনি।
সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকায় এরশাদবিরোধী আন্দোলন সফল হয়েছিল এমনটা উল্লেখ করে মওদুদ বলেন, সাংবাদিকদের মধ্যে আবার ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ করা হবে না মন আশ্বাস দিয়ে মওদুদ বলেন, সাংবাদিকদের আর সাংবাদিকতার জন্য জেলে যেতে হবে না।
আগামীর বিএনপি সরকার বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক),পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), নির্বাচন কমিশনসহ গণতন্ত্র সুসংহত করে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানান তিনি।
বিএনপির বর্তমান সংগ্রাম ক্ষমতায় যাওয়ার সংগ্রাম নয়, বরং হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম—এমনটা দাবি করে মওদুদ বলেন, বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী, যিনি এ আন্দোলনকে নেতৃত্ব দিতে পারেন।
বিএফইউজের সিনিয়র সহসভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। Amir Desh
No comments:
Post a Comment