তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা নাগরিক ফোরামের আলোচনায় একথা বলেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান অবৈধ সরকারের সব দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের টাকা যারা বিদেশে পাচার করছে তাদেরও ছাড়া হবে না।
তিনি বলেন, ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি। সেদিন অবৈধভাবে ক্ষমতার নেওয়ার জন্য মহড়া দেওয়া হয়েছিল।
আয়োজক সংগঠনের ঢাকা জেলা কমিটির সভাপতি ডিএম সুমনুল ইসলাম জজের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতউল্লাহ, নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার, সাধারণ সম্পাদক কেএ জামান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু প্রমুখ। Amir Desh
No comments:
Post a Comment