Thursday, November 27, 2014

এক বসন্ত নীলে মিলন-অপর্ণা

 আনন্দ প্রতিবেদক
অপর্ণা বিশেষ ধরনের মানসিক রোগী। সবসময় নিজের সাথে পুরনো প্রেমিককে কল্পনা করে। চিকিৎসার জন্য তার মামা নিয়ে আসে মিলনকে। চিকিৎসা করতে গিয়ে মিলন আবিস্কার করে, আসলে অপর্ণার তেমন কোনো অসুখ নেই। এই বৃত্ত থেকে অপর্ণাকে বের করে আনতে সক্ষম হয় মিলন। কিন্তু ততক্ষণে নিজেই জড়িয়ে যায় অপর্ণার ভালোবাসায়_ এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'এক বসন্ত নীলে'। মেহেদী হাসান জনির রচনায় এটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ হোসেন মানিক। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা, মাহমুদ সাজ্জাদ প্রমুখ। আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

No comments:

Post a Comment