Tuesday, November 25, 2014

জেনিফারের যৌবনের রহস্য হীরার সাবান?


তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব। তবে নারী চোখের কাঁকর হয়ে রূপের ঝলকানিতে পুরুষ মনকে বিগলিত করতে সমান পারদর্শিনী হলিউডের পপ তারকা জেনিফার লোপেজ।

৪০ পেরিয়ে গিয়েছে সেই কবে, তবে এখনও তিনি যেন সেই ষোড়শী যুবতী। চল্লিশে চালশের বদনাম নেই জেনিফারের। কি তার এই চির যৌবনের রহস্য?  এবার পর্দা ফাঁস।

জানা গিয়েছে ত্বক তরতাজা রাখতে হীরার পাউডারে তৈরি সাবান দিয়ে গা ঘসেন লোপেজ। অস্ট্রেলিয়ায় তৈরি হয় এই সাবান। এক-একটির সাবানের দাম ২৫০ মার্কিন ডলার।

‘ফিমেল ফার্স্ট’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে দুনিয়া জোড়া খ্যাতির অধিকারিণী জানিয়েছেন, “আমার পা দুটি আমার শরীরের সবথেকে সমস্যার জায়গা। ওজন বাড়লে সবার প্রথমে আমার পায়ের উপরি ভাগে ফ্যাট জমতে থাকে। তবে কিছুদিন হলো শরীরের মরা কোষ নির্মূল করতে প্রতিদিন এই সাবানটি ব্যবহার করছি”।

এছাড়া তিনি আরও জানিয়েছেন,  এই সাবানটি ব্যবহার করে তার পা আগের থেকে আরও বেশি ভাল দেখাচ্ছে।– ওয়েবসাইট।

No comments:

Post a Comment