
চলে গেলেন অভিনেতা জাহিদ হাসানের মা ও সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রোকনী পরিবারের মেয়ে মিসেস হামিদা বেগম। গতকাল সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর সমরিতা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। অভিনেতা জাহিদ হাসান তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে রাজধানীর ধানম-িতে প্রথম নামাজে জানাজা শেষ জাহিদ হাসানের মায়ের মরদহে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। জাহিদ হাসানের খালাতো ভাই সাংবাদিক রিমন মাহফুজ জানান, সেখানে গতকালই বাদ আসর নামাজে জানাজা শেষ করে রহমতগঞ্জ গোরস্তানে জাহিদ হাসানের বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। মিসেস হামিদা বেগমের পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। জাহিদ হাসানের বাবা ছিলেন কাস্টম সুপারিনটেনডেন্ট।
No comments:
Post a Comment