বাংলাদেশে যত মহিলা ক্যান্সারে আক্রান্ত হন তাদের অধিকাংশই স্তন ক্যান্সারে ভুগছেন বলে সাম্প্রতিক এক গবেষণা বলছে। সেই তথ্য জানাতে এবং বাংলাদেশে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় শুরু হয়েছে সরকারি প্রচারণা।
‘পিংক রোড শো’ নামের এই আয়োজনে ডাক্তার ও সেরে ওঠা স্তন ক্যন্সারের রোগিরা ঢাকার ১৫টি জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, স্তন ক্যান্সারের কারণ ও তা মোকাবেলার উপায় তুলে ধরেন।
তিনি জানান, এই সচেতনতা নারী শুধু নয় পুরুষদের মধ্যেও বাড়াতে হবে।
দ্রুত রোগের লক্ষ্মণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা দেয়া গেলে সুস্থতা সম্ভব বলেও তিনি মনে করেন। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment