Friday, November 28, 2014

স্কুলছাত্রী ফারাজানা হত্যাকারীদের গ্রেফতার দাবি : সড়ক অবরোধ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া,ভাঙচুর

রাজধানীর ভাটারা থানায় ছোলমাইদ এলাকার স্কুলছাত্রী ফারাজানা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তারা রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার সকাল ১০টার দিকে ফারজানা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে, এলাকাবাসী দু’দফায় প্রগতি সরণি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে । এ সময় পুলিশ বাধা দেয়। বেলা ১২ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাটারা থানা পুলিশ। এতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সড়কের উভয় দিকে শত শত যান আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা ভাটারা থানার সামনের অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। খুনিদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবিও জানান তারা।
এসময় শিশু ফারজানার স্কুলের সহপাঠিরা কালো ব্যানার নিয়ে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে। তাদেরকে এসময় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
ভাটারা থানার ওসি সরোয়ার আলম বলেন, আমরা ইতিমধ্যে এই হত্যাকাণ্ডে সন্দেহজনক একজনকে আটক করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ছোলমাইদ এলাকা থেকে ফারজানার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

No comments:

Post a Comment