যশোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি গতকাল বিকেল ৩টায় যশোর জেলা প্রশাসকের অফিস সংলগ্ন নবনির্মিত এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন। পরে দেশ ও জনগণের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসময় সেখানে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ উপস্থিত ছিলেন। প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মিত হয়েছে।
যশোর সেনানিবাসে রাত্রিযাপন শেষে আজ মঙ্গলবার সকাল ১০টায় সেনাবাহিনীর সিগন্যাল কোরের অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment