Monday, November 24, 2014

‘আধুনিক বাংলাদেশ গড়তে
চাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন’
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান: যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, “শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ছাড়া আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন প্রজন্মকে আধুনিক চিন্তা ধারায় গড়ে তুলতে পারলে এ দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব।”

সোমবার সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা ব্যবস্থার উপর এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাশ ভট্রাচার্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী মমিনুর রশিদ আমিন, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক।

এছাড়া সভায় জেলা পরিষদের সদস্য, বিভিন্ন মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগগুলোর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বিকেলে বান্দরবান এসে পৌঁছান, পরে তিনি পর্যটন কেন্দ্র পরিদর্শনের পর জেলা পরিষদের মতবিনিময় সভায় যোগ দেন।

বলেন, “শুধু সরকারের উন্নয়নের দিকে চেয়ে না থেকে আমাদের চিন্তা চেতনায়ও পরিবর্তন আনতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি শিক্ষা খাতে বেসরকারী পর্যায়ে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কেউ এগিয়ে আসলে তাকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।”

No comments:

Post a Comment