Friday, November 21, 2014
রাজনীতি করলে বেহেশতে যাওয়া যায় : পরিকল্পনামন্ত্রী
রাজনীতি করলে বেহেশতে যাওয়া যায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও অবকাঠামো চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সুশীল সমাজের সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'সবার রাজনীতি করা উচিত। রাজনীতি করলে ভাল কাজ করা হবে। শুধু মাইকের নিচে কথা বললে হবে না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। রাজনীতি করলে বেহেশতে যাওয়া যায়।'
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এন মান্নান বলেন, 'উন্নয়নে সবচেয়ে বড় দরকার স্থিতিশীলতা। স্থিতিশীলতার উন্নয়নে যা কিছু প্রয়োজন সব কিছু পরিবর্তন করতে হবে। সুশীল সমাজ শুধু শহরে ঘোরাফেরা করে। তারা গ্রামে যায় না। গ্রামে কি ঘটে তা তারা জানে না। কিন্তু আমরা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করি। আমরা গ্রামে গিয়ে মানুষের কথা তুলে আনি।' অনুষ্ঠানে সাবেক খাদ্য সচিব আবদুল লতিফ মন্ডল বলেন, 'খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বিষয়টি একটি রাজনৈতিক বক্তব্য। আমাদের জনসংখ্যার তুলনায় বৃদ্ধির হারের তুলনায় খাদ্য উৎপাদনের হার বাড়েনি। চাল দিয়ে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দাবি করি। চালের সঙ্গে আরও অনেক পণ্য আছে যেগুলো খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত।'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment