Thursday, November 27, 2014

কণ্ঠশিল্পী ঋতুর বিয়ে

 আনন্দ প্রতিবেদক
তরুণ প্রজন্মের মেধাবী কণ্ঠশিল্পী শ্রাবন্তী সরকার ঋতু। বৃহস্পতিবার তিনি বিয়ে করেন। মুঠোফোনে ঋতু বলেন, বর নড়াইল নিবাসী শ্রী গোবিন্দ কুমার বসু বর্তমানে পারটেক্স ডেনিমে কর্মরত রয়েছেন। ঋতুর পিতা বিজন কান্তি সরকার ও মা রেবা রাণী সাহা মেয়ের জন্য আশীর্বাদ চেয়েছেন। ঢাকার আফিসার্স ক্লাবে বিবাহ অনুষ্ঠিত হয়। ঋতু প্রথম একক অ্যালবাম 'লাভ টিউন' সফলতার পর ২য় একক অ্যালবামের কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।

No comments:

Post a Comment