Saturday, November 29, 2014

মডেলিংয়ে মমতাজ


   
মমতাজমিউজিক ভিডিওর মডেল হচ্ছেন জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ। তার বহু প্রতীক্ষিত 'মাঝি' অ্যালবামের টাইটেল গানটির মডেল হতে যাচ্ছেন তিনি। নতুন বছরে তিনি ভক্তদের মিউজিক ভিডিওটি উপহার হিসেবে দেয়ার পরিকল্পনা করেছেন। অচিরেই মমতাজ মিউজিক ভিডিওটির শুটিং শুরু করবেন। সেই সঙ্গে এবারই প্রথম তিনি গানের অডিও এবং ভিডিও একসঙ্গে প্রকাশ করতে যাচ্ছেন।
প্রসঙ্গে মমতাজ বলেন, 'ব্যস্ততার কারণে ভক্তদের দীর্ঘদিন নতুন কোনো গান উপহার দিতে পারিনি। যেহেতু অনেকদিন পর আমার অ্যালবাম প্রকাশ হচ্ছে, সেহেতু এবার একটি গানের ভিডিও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এমনটি কখনো করিনি। এর আগে, হয়তো পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও কিংবা অডিও সিডির অ্যালবাম প্রকাশ করা হয়েছে। এবারই প্রথম অডিও সিডি এবং মিউজিক ভিডিও একসঙ্গে, একই দিনে প্রকাশ করতে যাচ্ছি।'
'
মাঝি' অ্যালবামটি সাজানো হয়েছে ৮টি নতুন গান দিয়ে। পরবর্তীকালে এই অ্যালবামের সব গানের ভিডিও তৈরি করবেন মমতাজ। এই অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন মোহাম্মদ মাহাবুব মহসিন, প্রদীপ সাহা, মিজান এবং ফয়সাল রাবি্বকীন। সব গানের সুর সঙ্গীত করেছেন রাজেশ ঘোষ। আগামী জানুয়ারি অ্যালবামটি সংগীতার ব্যানারে প্রকাশিত হবে। অ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম হলো_ 'মাঝি', 'যতনে রাখিব', 'দম যন্ত্র', 'ইচ্ছে', 'লীলা', 'হতাশা', 'অন্তর জানালা' এবং 'তোরই সনে' -যায় যায় দিন

No comments:

Post a Comment