ঢাকা: পরিচালক এস এ হক অলিকের পরিচালনায় ‘আরো ‘ভালোবাস তোমায়’ ছবিতে অভিনয় করলেন চিত্রনায়িকা ববি। ২৩ এপ্রিল সিলেটে তিনি এ ছবির শ্যুটিংয়ে অংশগ্রহন করেন। তবে ছবিতে তার চরিত্র কি এ বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। এ বিষয়ে ববির সঙ্গে বাংলামেইল থেকে বেশ কয়েকবার যোগাযেগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি ববি। ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান ও বাংলা চলচ্চিত্রের এ সময়ের হালের নায়িকা পরীমণি।
ববির অভিনয় প্রসঙ্গে পরিচালক এস এ হক অলিক বাংলামেইলকে বলেন, ববি আরো ভালোবাসবো তোমায় ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অতিথি চরিত্র। যে চরিত্রটি ছাড়া এ ছবিটি কখনো পূর্ণাঙ্গ হবে না। যখন হলে গিয়ে দর্শক পর্দায় ববিকে দেখবে তখন বেশ চমৎকৃত হবে। দর্শক হলে গিয়েই তার চরিত্রটি আবিষ্কার করুক। এখন বললে এ চরিত্রটির যে আলাদা একটি মূল্য আছে তা আর থাকবে না। এছাড়া তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমার কাছে তার অভিনয় বেশ ভালো লেগেছে।’
ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবীব, পড়শী, এস আই টুটুল, হৃদয় খান ও কোনাল। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক অলিক নিজেই। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও চম্পা।
No comments:
Post a Comment