লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রামগতি সড়কের ওয়াবপদা বাজার এলাকায় পুলিশ ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৪ লাখ চিংড়ি রেনু পোনাসহ চার জনকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-চালক আবু ছিদ্দিক (৩০), হেলপার রিয়াজ (২২), ব্যাপারী জামাল ও মাকছুদ আলম (৩২)। আটকৃতদের সবার বাড়ি কমলনগর উপজেলার চরমাট্রিন ও চরজগবন্দু গ্রামে।
লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদ পেয়ে গাড়ি করে নেয়ার সময় ৪ লাখ রেনু চিংড়ি পোনাসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে সেগুলো রহমতখালী খালে ছেড়ে দেয়া হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ জানান, আটককৃত চিংড়ি পোনাগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ঘটনায় মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
No comments:
Post a Comment