ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অফ-স্পিনার সুনিল নারিন ফের সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন। ২২ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচে সান রাইজার্স হায়দারাবাদের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা।
সন্দেহজন অ্যাকশনের জন্য অভিযু্ক্ত হলেও আপাতত সুনিল নারিনের বোলি করতে কোনো বাধা নেই বলে আইপিএল কতৃপক্ষ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কিন্তু চেন্নাইয়ে অবস্থিত আইসিসি ও বিসিসিআই অনুমোদিত পরীক্ষাগারে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
গত বছরের অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ম্যাচে কলকাতার হয়ে ডলফিনসের বিপক্ষে খেলার সময় প্রথম সুনিল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। পরের ম্যাচে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারলেও সেই ম্যাচে তার বোলিং ত্রুটিপূর্ণ ধরা পড়ায় ফাইনালে খেলার জন্য অযোগ্য হন এই ক্যারিবিয়ান স্পিনার।
এরই জের ধরে গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষের সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সুনিল নারিন। তবে এমতাবস্থায়ও জানুয়ারিতে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তাকে অন্তর্ভূক্ত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে জানুয়ারির শেষের দিকে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে অ্যাকশন শুধরানোর কাজ করেন এই ক্যারিবিয়ান বোলার।
চলতি বছরের মার্চে আইসিসি অনুমোদিত দক্ষিণ আফ্রিকার একটি পরীক্ষাগারে পরীক্ষায় বসেন সুনিল নারিন। সেই পরীক্ষায় পাস করে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ছাড়পত্র পান এই রহস্যময় বোলার।
এদিকে এপ্রিলে আইপিএল শুরু হওয়ার আগে বেঁকে বসে মিলিয়ন ডলারের আয়োজকরা। আইপিএলে বোলিং করতে হলে নারিনকে ফের অ্যাকশন পরীক্ষায় বসতে হবে বলে সাফ জানিয়ে দেয় তারা কলকাতা নাইট রাইডার্সকে। বাধ্য হয়ে ফের চেন্নাইয়ের এক সেন্টারে বোলিং অ্যাকশন পরীক্ষায় বসেন তিনি। এই পরীক্ষায়ও পাস করেন এই কেকেআর বোলার।
বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিনের ধকলের প্রভাবও পড়ে খেলার মাঠে। আইপিএলের অন্যতম এই সেরা বোলার এবারের আসরে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। এবারের আসরের পাঁচ ম্যাচ খেলে ৭৩.৫০ গড়ে মাত্র ২ উইকেট নেন তিনি।

No comments:
Post a Comment