লালমনিরহাট: বিয়ের প্রলোভন দেখিয়ে লালমনিরহাটের পাটগ্রামে দুই বোনকে করেছে স্থানীয় দুই যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে রাতভর আটকে রেখে তাদের ধর্ষণ করা হয়। বুধবার সকালে সেখান থেকে ওই দুই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
ধর্ষিতাদের পরিবার জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর এলাকার পরশ মিয়ার ছেলে কাঠমিস্ত্রি লিটন হোসেন (২২) ও পটল মিয়ার ছেলে চুটুম মিয়া (২৬) প্রতিবেশীর টিনের ঘর তৈরির কাজ করছিলেন। সেই সুবাধে ওই বাড়ির ছোট ভাইয়ের মেয়ের সঙ্গে লিটন মিয়ার এবং বড় ভাইয়ের মেয়ের সঙ্গে চুটুম মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মঙ্গলবার রাত ১১টার দিকে দুই বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আকস্মিক ভাবে তাদের মুখ চেপে ধরে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায় তারা। সেখানে তাদেরকে ধর্ষণের পর অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় লিটন ও চুটুম। বুধবার সকালে ওই দুই কিশোরীর চাচাসহ স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধর্ষণের শিকার এক কিশোরীর বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমি কিছুই চাই না। যারা আমার মেয়ে ও ভাতিজির এমন ক্ষতি করেছে সেই লম্পটদের উপযুক্ত শাস্তি চাই।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার দাস বাংলামেইলকে জানান, ওই দুই কিশোরীকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম মামলার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
No comments:
Post a Comment